বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ভাটপাড়া থেকে দু’টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ অক্টোবর:

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানার এএসআই ফজর আলী কসবা-ভাটপাড়া ব্রীজের উপর পরিত্যক্ত অবস্থায় বোমা দুটি উদ্ধার করে। এএসআই ফজর আলী জানান, কসবা-ভাটপাড়া ব্রীজের উপর লাল টেপ দিয়ে মড়ানো দুটি বোমা দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা দুটি গাংনী থানায় পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় ভাটপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।