বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ভোলাডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় এক শিশু আহত

By মেহেরপুর নিউজ

August 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগস্ট: মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়েছে শিপু নামের সাত বছরের একটি শিশু। বর্তমানে সে গাংনী উপজেলা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। গাংনী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত শিশু শিপু’র অবস্থা আশংকাজনক। আজ রোববার বিকেল ৪ টার দিকে কুমারিডাঙ্গা গ্রামের ফজলু নামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ভোলাডাঙ্গা গ্রামের রাস্তায় পৌছালে শিশু শিপু দৌড়ে রাস্তা পারাপার করতে গেলে মোটরসাইকেলে ধাক্কা লেগে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পথচারীরা উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসে।