বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর মটমুড়া গ্রাম থেকে ২ টি বোমা উদ্ধার

By মেহেরপুর নিউজ

May 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে : মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রাম থেকে শক্তিশালী ২টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী বলে জানিয়েছে বোমা উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই মুস্তাজাব আলী। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ জানায়, আজ রোববার সকালে পুরাতন মটমুড়া গ্রামের ছহির উদ্দীনের বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পরিত্যক্ত দুটি বোমা দেখতে পান। সংবাদ পেয়ে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা দুটি উদ্ধার করে। ছহির উদ্দীনের বাড়ির লোকজন জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা মোবাইল ফোনের মাধ্যমে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় ভীতি সৃষ্টি করার জন্য তারা বোমা ফেলে গেছে বলে ধারণা করছেন তারা।