মেহেরপুর নিুউজ,০৩ অক্টোবর: সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা আখতার বানুর চেষ্টায় গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর এপার ওপার দুপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর ও দৌলতপুর উপজেলার শ্যামপুরকে বিভক্তকারী মাথাভাঙ্গা নদীর উপর প্রায় সাড়ে ১৮ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মানের অপক্ষো শুধু মাত্র। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এলজিইডির প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যর একটি প্রকৌশলী টিম সেতু স্থল পরিদর্শন করেছেন।এসময় তারা সেখানে ভিজিবিলিটি টেস্ট করে সন্তোষ প্রকাশ করেণ।পরিদর্শন কালে এমপি সেলিনা আখতার বানু,গনপূর্ত বিভাগের প্রকৌশলী মনিরুজ্জামান, গাংনী এলজিইডির সহকারী প্রকৌশলী নবিছউদ্দিন, এমপি’র সফরসঙ্গী প্রকৌশলী নাজমুস সাদাত সেখান উপস্থিত ছিলেন।
পরিদর্শন টিমের প্রধান প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, প্রায় সাড়ে ১৮ কোটি ব্যায় ধরা হয়েছে। ১২০ মিটার লম্বা ও সাড়ে পাঁচ মিটার প্রস্থ হবে সেতুটি। এমপি সেলিনা আখতার বানু বলেন, দ্রুতভাবে সেতুটি নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেতুনি নির্মান হলে দুজেলার মধ্যে সকল ধরণের সম্পর্কের পাশাপাশি ব্যবসায়কি উন্নয়ন সাধিত হবে।