বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর মাইলমারী গ্রাম থেকে পরিত্যাকএকটি সার্টারগান উদ্ধার

By মেহেরপুর নিউজ

May 20, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে: মেহেরপুর গাংনী উপজেলার মাইলমারী গ্রাম থেকে পরিত্যাক্ত সার্টারগান উদ্ধার করা হয়েছে।   বৃহস্পতিবার ভোরের দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্প সদস্যরা গোপন সংবাদ পেয়ে গাংনী উপজেলার মাইলমারী গ্রামের গরীবুল­াহর ছেলে আসাদের বাড়ির পিছন থেকে পরিত্যাক্ত অবস্থায় সার্টারগানটি উদ্ধার করে।