বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর মানিকদিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 07, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ষােলটাকা ইউনিয়ন কৃষকলীগের উদ্যােগে মানিকদিয়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ষােলটাকা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান বকুল। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির সভাপতি জিনারুল ইসলাম,গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলীম,ওবাইদুল্লাহ প্রমুখ। এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ।