বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর মালসাদহ গ্রামের জাহাঙ্গীর আলমের লাশ ঢাকায় উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 18, 2015

মেহেরপুর নিউজ,১৮ সেপ্টেম্বর: দৈনিক বণিকবার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক ও মেহেরপুরের গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেতের একটি মেসের কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়সাল হোসেন পেডি সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ফয়সাল হোসেন পেডি গাংনীর শিশিপাড়া গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর আলমের পরিবার সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন সে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। খিললক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক জানান, খবর পেয়ে মেসের ওই কক্ষে একটি স্যুটকেসের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফয়সাল হোসেন পেডি এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারেন। তাঁকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম তার স্ত্রী সন্তানদের নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় থাকতেন।

গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ পেডির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা,বিস্ফোরক ও অস্ত্র সহ প্রায় ১ ডজন মামলা রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আকরাম হোসেন।