সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে মেয়ে চিত্র শিল্পী চারু তারিন মারা গেছেন। বুধবার বিকেলে তারিন কুষ্টিয়ার স্বামীর বাড়িতে মারা গেছেন। তারিনের বাবার পরিবারের দাবি তারিনকে তার স্বামী নির্যাতন শেষে হত্যা করেছেন। তবে তার স্বামীর আত্মীয়রা বলছেন তারিন আত্মহত্যা করেছে। পৃথিবী থেকে চলে যাওয়ার ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরেই মারা যান তারিন।
বিস্তারিত আসছে—।