বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রামদেবপুর গ্রামে নারী ও শিশু সহ ১২ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত

By মেহেরপুর নিউজ

June 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: মেহেরপুর জেলার গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে ১২ জন গ্রামবাসী অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিশু আব্দুল্লাহ সহ আওলিয়া খাতুন (১১),মহাবুল ইসলাম (২৮),রশিদা খাতুন (৪০),মুক্তারুল ইসলাম (২৫),রেবেকা খাতুন (২৬) ও নিছারন খাতুনকে (২৮) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন,অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস ও নাড়িভুড়ি নাড়াচাড়া করায় তারা অ্যানথ্রাক্সে রোগে আক্রান্ত হয়েছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রাম্য সুত্রে জানা গেছে,রামদেবপুর গ্রামের মোক্তারুল ইসলামের একটি গরু দশ দিন আগে অসুস্থ হয়ে পড়লে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়। এই মাংস কিনে নিয়ে রান্না সহ বিভিন্ন ভাবে নাড়াচাড়া করেন গ্রামের অনেকেই। এ ঘটনার একদিন পর থেকে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে চুলকানির সাথে ক্ষত দেখা দেয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান,অ্যানথ্রাক্স প্রতিরোধে ওই এলাকায় পশুর টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, বিগত চার-পাঁচ বছর থেকে গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম কাজিপুর, সাহেবনগর, হাড়াভাঙ্গা, করমদীসহ কয়েকটি গ্রামে এই সময় আ্যানথ্রাক্স রোগের প্রাদূর্ভাব দেখা দেয়।