করোনাভাইরাস

গাংনীর রায়পুর কড়ুইগাছি গ্রামে জীবাণুনাশক স্প্রে করণের শুরু

By মেহেরপুর নিউজ

March 30, 2020

মেহেরপুর নিউজ:

“সবাই মিলে শপথ করি, করোনা ভাইরাস মুক্ত গ্রাম গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গাংনীর রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে গ্রাম উন্নয়ন দল ও ইয়ূথ ইউনিটের প্রচেষ্টায়  করোনা ভাইরাসমুক্ত গ্রাম গড়ে তুলতে সামাজিক দূরত্ব বজায় রাখার ও প্রতিটি পাড়ায় পাড়ায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।।

সোমবার সকাল থেকে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ উদ্বুদ্ধকরণে গাংনীর রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে গ্রাম উন্নয়ন দল ও ইয়ূথ ইউনিটে এ কার্যক্রম বাস্তবায়ন করে।