মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ ডিসেম্বর: মেহেরপুর, গাংনী উপজেলার শহড়াতলা সীমান্ত থেকে ১ হাজার ৫শ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। শহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল বাতেন জানান, বৃহস্পতিবার ভোরে সীমান্তের হাড়াভাঙ্গা মাঠ এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে মাঠের রাস্তার পাশ থেকে বস্তাভর্তি ১ হাজার ৫শ বোতল ফেন্সিডিল পড়ে থাকতে দেখে বিজিবি তা উদ্ধার কের ক্যাম্পে নিয়ে আসে। চোরাকারবারিদের ধরতে বিজিবি অভিযান চালাচ্ছে। মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হবে।