অন্যান্য

গাংনীর শোলমারীতে সড়ক দূর্ঘটনায় ১১ শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

April 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার শোলমারীতে শ্যালোইঞ্জিন চালিত আলগামন উল্টে ১১ শ্রমিক আহত হয়েছেন।  আহতরা হলেন,গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়া এলাকার মহাম্মদ আলীর ছেলে মন্টু (৩৪), রেজাউল হকের ছেলে মকছেদ আলী (২৫), আক্কাছ আলী (৩৫), দুলুর ছেলে খোকন হোসেন (৪০), ইরাদ আলীর ছেলে নজির হোসেন (৩০), নজিমুদ্দীনের ছেলে খাইরুল ইসলাম (৩১), তাহাজ উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (৩০), ইয়াকুব আলীর ছেলে বানারুল ইসলাম (৩২), মকবুল হোসেনের ছেলে সেন্টু (২৮), ফকিট হোসেনের ছেলে হায়দার আলী (২৫) ও মোরাদ আলীর ছেলে আলেক চাঁদ (২৫)। শনিবার সকাল ৯টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। আহত খোকন ও বানারুল ইসলাম জানান, শোলমারী গ্রামের বাঁশ কাটার উদ্যেশে যাওয়ার সময় হঠাৎ আলগামনের ঘাড় ভেঙে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ওই আলগামনের সব যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এম কে রেজা জানান, আহত  শ্রমিকদের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।