বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সহগলপুরে মহিলাদের তৈরি হস্তশিল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

October 10, 2016

মেহেরপুর নিউজ, ১০ অক্টোবর: মেহেরপুরের বেসরকারী এনজিও সংস্থা সিডিপির উদ্যোগে নেদারল্যান্ডের সংগঠন পামের সহযোগিতায় মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুরে হস্থশিল্প প্রকল্প পরিদর্শন ও প্রকল্পের মহিলাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ড পামের প্রতিনিধি প্রকৌশলী বার্নডেট ডেম হুইস।

বক্তব্য রাখেন  সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস, কো-অডিনেটর জনপি বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের এই অঞ্চলের হস্থশিল্প হতে পারে বিশ্বমানের , সে লক্ষে সকলের আন্তরিক সহযোগিতা প্রযোজন।

তিনি বলেন, আমরা আর কারও দয়ায় নয় আমরা আমাদের শ্রমদিয়ে এগিয়ে যেতে চাই। পরে জেলা প্রশাসক মেয়েদের তৈরি হস্থশিল্প পরিদর্শন করেন।