অন্যান্য

গাংনীর সাহারবাটিতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

December 31, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মুক্তি ক্লিনিকের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় সাহারবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তি ক্লিনিকের স্বত্বাধিকারী তামজিদুর রহমান মুক্তি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন। বিশেষ অতিথি ছিলেন, মোহনা টিভি’র গাংনী উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর, স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান কাকন। এছাড়া উপস্থিত ছিলেন, অতুল বিশ্বাস, ওমর আলী, দানেছুর রহমান। মুক্তি ক্লিনিকের স্বত্বাধিকারী তামজিদুর রহমান মুক্তি জানান, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর পৃষ্টপোষকতায় সাহারবাটি গ্রামের ৫০ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ৫০ টি কম্বল বিতরন করা হয়েছে। আগামীতে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।