বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সাহারবাটী গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 07, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে বিএনপির কর্মী অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে সাহারবাটী গ্রামের চারচারা বাজারে এ সভা অনুষ্ঠিত হয় ।

তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে বিএনপির নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং বিএনপির চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সেই সাথে আগামি ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে পথসভা করা হয় সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

সাহারবাটী ওয়ার্ড বিএনপির সভাপতি নেকছার আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা রাজু আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, গাংনী পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজিজুল হক ডাকু, জেলা ওলামা দলের সভাপতি এনামুল হক, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামন মনি, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইমন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, ছাত্রদল ঢাকা কলেজ শাখা যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।