মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ছোটন (১৬) নামের এক স্কুল ছাত্র কে অপহরন করেছে দুর্বৃত্তরা। অপহরনে বাধা দিতে গেলে একটি বোমার বিস্ফোরণ ঘটায় অপহরনকারীরা। বোমা আঘাতে কেউ আহত না হলেও বোমার বিকশ শব্দে এলাকায় আতংক সৃষ্টি হয়। সোমবার দিবাগত মধ্যে রাতে অপহরনের ঘটনা ঘটে। ছোটন সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ছোটন সাহেবনগর গ্রামের আবুল কালামের ছেলে। অপহৃত ছোটনের চাচা হাফিজুর রহমান জানান,বেশ কয়েকজন অপহরনকারী বাড়ির ভিতর প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ছোটন কে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজন চিৎকার করে বাধা দিতে গেলে একটি বোমার বিস্ফোরণ ঘটায় অপহরনকারীরা। হাফিজুর রহমান আরো জানান, ছোটন কে অপহরনের পর রাত ২ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেয় তারা। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, অপহরনের ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। অপহৃত ছোটন কে উদ্ধারের চেষ্টা চলছে।