বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সিন্দুরকৌটা গ্রামে লাটাহাম্বার গাড়ীর ধাক্কায় কিশাের নি-হ-ত

By Meherpur News

May 06, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামে লাটাহাম্বার গাড়ীর ধাক্কায় মোস্তাফিজুর রহমান (১৪) নামের এক কিশাের নিহত হয়েছে। নিহত মোস্তাফিজুর ওই গ্রামের ইসমাইল হােসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে সিন্দুরকৌটা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোস্তাফিজুর সাইকেল চড়ে গ্রামের মাঠে যাচ্ছিল। পথে মধ্যে একটি লাটাহাম্বার গাড়ী তাকে ধাক্কা দিলে,গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।