অন্যান্য

গাংনীর হাড়াভাঙ্গায় বোমা বিষ্ফোরণ ।। বাবা ও মেয়ে আহত

By মেহেরপুর নিউজ

October 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ছাদের উপর পড়ে থাকা বোমা নাড়াচাড়া করতে গিয়ে বিষ্ফোরিত হয়ে বাবা ও মেয়ে আহত হয়েছে। আহতরা হলো: হাড়াভাঙ্গা গ্রামের আব্দুস সামাদ ও তার মেয়ে রেহেনা খাতুন। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, হাড়াভাঙ্গা গ্রামের আয়তুল আলীর ছাদে কে বা কারা একটি বোমা রেখে আসে। দুপুরের দিকে আয়তুল আলীর স্ত্রী রেহেনা খাতুন ও তার বাবা আব্দুস সামাদ বোমাটি দেখে নাড়াচাড়া করার সময় হঠাঃ করে বোমাটি বিষ্ফোরিত হয়। এতে বাবা ও মেয়ে দুজনেই আহত হয়। তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।