কৃষি সমাচার

গাংনীর হাড়িয়াদহ মাঠ থেকে ৬টি সেচ পাম্প চুরি

By মেহেরপুর নিউজ

August 08, 2016

মেহেরপুর নিউজ,০৮ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মাঠ থেকে জমিতে সেচ কাজে ব্যবহার করা ৬টি পাম্প (মটর) চুরি হয়েছে। রবিবার দিবাগত গভির রাতের কোনো এক সময় চুরির এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার প্রায় শতাধিক বিঘা জমির ধান চাষ ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুর রব, দাউদ হোসেন, রুবেল হোসেন, আনছার আলী,আফজাল হক ও উজির আলীর ৬টি পাম্প চুরি করে সংঘবদ্ধ চোরের দল। সেচ পাম্পগুলো চুরি হওয়ার কারণে এলাকার চাষীদের সেচ কাজ ব্যহত হবে। মটর মালিক আব্দুল রব জানান, প্রত্যেক মটর মালিকের অধীনে চলতি ধানের মৌসুমে প্রায় ১৫/১৬ বিঘা করে ধান চাষ হচ্ছে। পাম্প চুরি হয়ে যাওয়ায় তারসহ চাষীরাও ক্ষতিগ্রস্থ হলো বলে তিনি জানান। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে। চুরি হওয়া পাম্পগুলো উদ্ধারের পাশাপশি চোর আটকের চেষ্টা চলছে।