শিক্ষা ও সংস্কৃতি

গাংনীর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে হামলা ।। শিক্ষক কর্মচারী সহ আহত ৩।। আটক -২

By মেহেরপুর নিউজ

May 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ মে: মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় শিক্ষক কর্মচারীসহ ৩ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে স্কুল চলাকালে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শিক্ষক কর্মচারী সহ ৩ জন আহত হয়েছে। হামলায় ক্রীড়া শিক্ষক তাহাজ উদ্দীন,মাওলানা শিক্ষক বদরুদ্দোজা ও অফিস সহকারী মামুন রেজা আহত হয়েছে। এঘটনায় পুলিশ ইয়াসিন আলী ও স্কুল ছাত্র মিলন নামের দুজন কে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে শিক্ষক কর্মচারী নিয়োগ কে কেন্ত্র করে গত ৩ বছর যাবৎ বিদ্যালয়টিতে উত্তেজনা চলে আসছে। এর আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ক্রীড়া শিক্ষক তাহাজ উদ্দীন জানান,স্কুল চলাকালে আতর্কিত ভাবে একই গ্রামের ইসলাম আলী,মোফা,হাসান আলী,মোমিন,মিলন,নাহিদ,সিদ্দিক, সামছুল, ইন্তাদুল সহ তাদের ক্যাডার বাহিনী হামলা করে। তিনি  বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন বলেও জানান তিনি। হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান,হামলার সময় তিনি অফিসের কাজে গাংনীতে অবস্থান করছিলেন। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,আহতেরা মামলা দায়ের করবেন বলে জানতে পেরেছি। মামলা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে।