শিক্ষা ও সংস্কৃতি

গাংনীর ৩টি বিদ্যালয়ে “সবার জন্য ইন্টারনেট” উৎসব অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 04, 2015

মেহেরপুর নিউজ,০৪ মে: গ্রামীণফোন ও প্রথম আলোর যোৗথ আয়োজনে “সবার জন্য ইন্টারনেট” উৎসবের অংশ হিসেবে গাংনীর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সন্ধানী স্কুল এন্ড কলেজ এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আই জেন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আই জেন অনুষ্ঠান শুরু হয়। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য, সমাজ সেবক সিরাজুল ইসলাম মাষ্টার । অনুষ্ঠানে ট্রেনিং পরিচালনা করেন মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক হোসেন খান রিপন, সদস্য মুজাহিদ মুন্না, রিমন, অনিক, নাহিদ, লিলি, নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮ম, ৯ম ও দশম শ্রেণীর দেড়শতাধীক ছাত্রী অংশ গ্রগণ করেন। পরে দুপুরে সন্ধানী স্কুল এন্ড কলেজ এবং বিকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুরুপ আই জেন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তী দুটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবু জাফর, অধ্যক্ষ হাবিবুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, সহকারী শিক্ষক আতিয়ার হোসেন, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক প্রমুখ।