সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনােনয়ন ঘােষণা করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনােনয়ন ঘােষণা করা হয়।
ঘােষণা অনুযায়ী গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে আওয়ামী দলীয় মনােনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান জননেতা গােলাম সাকলায়েন ছেপু, ধানখােলা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজীপুর ইউনিয়নে মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা রেজাউল হক মাস্টার, ষােলটাকা ইউনিয়নে দেলবার হােসেন।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে রাইপুর,ধানখােলা,কাজীপুর ও ষােলটাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।