মেহেরপুর নিউজ:২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে বৈচিত্র্যময় চিত্র। কিছু বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও বেশ কিছু বিদ্যালয়ে পাসের হার আশানুরূপ নয়।
সবচেয়ে উজ্জ্বল ফলাফল করেছে এস কে আর এস মাধ্যমিক বিদ্যালয় ও বিপিএন মাধ্যমিক বিদ্যালয়, যেখানে উভয় বিদ্যালয়ে পাসের হার ১০০%। এছাড়াও সন্ধানী স্কুল এন্ড কলেজ ৯৭.৫৬% পাসের হার নিয়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে; এখান থেকে ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যান্য প্রতিষ্ঠানসমূহ: জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়: ৯৭.১২% (২০ জন A+), ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়: ৯৬.১০% (২ জন A+), কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ৮২.২২%,বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়: ৮৫.৯১%, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়: ৭৮.৫৭%, হাড়ভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১০%, এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয় ৩১.২৫%, মিকুসিস মাধ্যমিক বিদ্যালয় ৫৬.৯২%, করমদি মাধ্যমিক বিদ্যালয় ৫৫.১২%, বিটিডি মাধ্যমিক বিদ্যালয় ৪৭.৩৬%, এমবিকে মাধ্যমিক বিদ্যালয় ১৪.২৮%, হাড়িয়াদহ মাধ্যমিক বিদ্যালয় ৩৬.৩৬%, করমদি কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় ৬০.৭১%, এস কে আর এস মাধ্যমিক বিদ্যালয় ১০০%।বিবিএন মাধ্যমিক বিদ্যালয় ৬৬.৬৬%, কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় ৭২.৭২%, বাউট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬৪.২৮%, এস কে এস মাধ্যমিক বিদ্যালয় ৭৩.৫৫%, সি এফ এম মাধ্যমিক বিদ্যালয় ৬৭.৭৪%, হোগলবাড়িয়া হাজী ভরসউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ৫২.৯৪%, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় ৫৭.৭৭%, এইস বি মাধ্যমিক বিদ্যালয় ৭৪.২৮%, বেতবাড়িয়ার মাধ্যমিক বিদ্যালয় ৩৬.৪৮%, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ৬১.১১%, কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৪.৪৮%, জে টি এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৭০.২৭%।এইচ এম এইচ ডি মাধ্যমিক বিদ্যালয় ৬৬.৬৬%।বি ডি মাধ্যমিক বিদ্যালয় ২৪%। আর বিজিএম মাধ্যমিক বিদ্যালয় ৫৪.২১%, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় ২৮.৫৭%, এইচ এস কে মাধ্যমিক বিদ্যালয় ৩৬.১৭%, হাড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ২৫.৬৪%, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৬.৬৬%, কে এ বি মাধ্যমিক বিদ্যালয় ৬৪.২৮%, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় ৬৭.২৪%, ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয় ৫৭.১৪%, গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭১.৫৩%, গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫৪.০৭%, বাউট সোলায়মানিয়া মাধ্যমিক বিদ্যালয় ৪৮.৫৭%, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৭.৯৭%, কুতুবপুর স্কুল এন্ড কলেজ ৩৩.৩৩%, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় ৬২.০৫%, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৪০.৬২%, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ৬৭.৭৭%, বাদিয়াপাড়া মোহাব্বতপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৬.৬৬%, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ৬৩.৬৩%, জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় ৫২.৭৭%, রায়পুর মাধ্যমিক বিদ্যালয় ৬৭.০২%, কুমারী ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৮২.২২%, তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৬.২৫%, কে এনএসএইস মাধ্যমিক বিদ্যালয় ৬৮.৭৫%, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৮৫.৯১%, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় ৪২.৮৫%, ধলা মাধ্যমিক বিদ্যালয় ৪৩.১০%, জ্যোতি মাধ্যমিক বিদ্যালয় ৬৬.৬৬%, সাহারবাটি মাধ্যমিক বিদ্যালয় ৩২.৪৩%, এন পি মাধ্যমিক বিদ্যালয় ৬৮.৯৬%, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৪.৬১%, এম এইচ এ মাধ্যমিক বিদ্যালয় ৫৯.৪৭%, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় ৭৮.৫৭%, মটমুড়া মাধ্যমিক বিদ্যালয় ২৪.৬১%, বিপিএন মাধ্যমিক বিদ্যালয় ১০০%, এম জি জি এম মাধ্যমিক বিদ্যালয় ৩৯.২৮%, সানঘাট মাধ্যমিক বিদ্যালয় ৫৬%, মোহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৫৫.১২% এবং বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ ৪৬.৯৭% শিক্ষার্থী পাস করেছে।