রাজনীতি

গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

By মেহেরপুর নিউজ

August 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১২ হাজার ৬৮৯ ভোট পেয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আইয়ূব আলী (আনারস প্রতিক) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মনি তালা প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৩৭৩ভোট। রির্টানিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন ভোট গণনা শেষে বিকাল ৫ টার সময় ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন ১২ হাজার ৬৮৯ভোট পেয়ে আইয়ূব আলী আনারস প্রতিক নিয়ে বেসরকারীভাবে ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মনিরুজ্জামান মনি পেয়েছেন এক হাজার ৩৭৩ ভোট। নির্বাচনে মোট পোল হয়েছে ১৪২৪০ ভোট । এর মধ্যে বাতিল হয়েছে ১৭৮টি। ভোট পোলের শতকার হার ৮২.৪৮%। আজ রবিবার সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়ে বিকাল ৪ টার সময় শেষ হয়। নির্বাচন অফিসার মুহাম্মদ সরওয়ার হোসেন জানান, ষোলটাকা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে ১৭ হাজার ১২৯ জন ভোটার তাদের ভোটার ছিলো। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা  ৮ হাজার ৪৪১ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৮৮ জন। তিনি আরো জানান, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠভাবে নির্বাচন শেষ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি ভোটে জালভোট, ভোটারদের ভয়ভীতি ও কারচুপির অভিযোগ এনে বেলা ১২ টার সময় গাংনী উপজেলা শহীদ মিনার চত্তরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কট করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারী ষোলটাকা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান সাবদাল হোসেন কালু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।