বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলার ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা দু’টি হত্যা মামলার আসামী সাবদাল হোসেন কালু আটক

By মেহেরপুর নিউজ

March 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা দু’টি হত্যা মামলার আসামী সাবদাল হোসেন কালুকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রাম থেকে আটক করেছে র‌্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। গাংনী থানার ওসি গোলামা মোস্তফা জানান,আটক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন ও তার ভাই আজিজুল হক হত্যার মামলার ১ নং এজাহারভূক্ত পলাতক আসামী। শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা র‌্যাব-৬-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে  চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। উল্লেখ্য গত ২০১১ সালের ২৫ আগস্ট বিকেলে গাংনী উপজেলার আমতৈল গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের জের ধরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তৎকালিন গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিকের উপস্থিতিতে এক শালিস অনুষ্ঠিত হয়। শালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন ও তার ভাই আজিজুল হক আহত হন। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর আজিজুল হক মারা যান। এরপর কিছুদিন পর অপর ভাই ইসরাইল হোসেনও মারা যান। ইতোমধ্যে, সাবদাল হোসেন কালু হাইকোর্ট থেকে ৪ মাসের জামিন পান। পরে বাদী পক্ষ আবেদন করলে  তার জামিন আদেশ স্থগিত হয়ে যায়। এ মামলার অপর ৭ আসামি পুলিশের কাছে আত্মসমর্পন করে বর্তমানে জেলহাজতে রয়েছেন।