বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা আ’লীগের সম্পাদকের উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 08, 2023

গাংনী প্রতিনিধি : আগামী ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুলের উদ্যােগে তার রাজনৈতিক কার্যালয় চত্বরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব ইছার উদ্দীন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ বারী, গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা নবীর উদ্দীন,আওয়ামী লীগ নেতা জাকির হোসেন,কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযােদ্ধা হিসাব উদ্দীন,আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান,আবুল হােসেন, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মােহন,ছাত্রলীগ নেতা তপু রায়হান রবিন,তুহিন আলী,আমির হামজা,জামিল হােসেন,সামিউল ইসলাম, পারভেজ হােসেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযােদ্ধাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।