মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট: গাংনী উপজেলা ইমারত নির্মানশ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ। চলছে ভোট গণনার কাজ। আজ শুক্রবার গাংনী পাইলট মাধ্যমিক কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ ১৩ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার মেহেরপুর নিউজকে বলেন,ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু করা হয়েছে। আশা করছি সন্দ্ধ্যার পরপরই ফলাফল পাওয়া যাবে।