বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের সৌজন্যে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 07, 2023

গাংনী প্রতিনিধি :

গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এর সৌজন্যে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গাংনী এতিমখানায় পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধি ও নিকট আত্মীয়দের নিয়ে ঈদ পূর্নমিলনীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের আমন্ত্রণে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এমএ খালেক এর নিকট আত্মীয়রা।