টপ নিউজ

গাংনী উপজেলা শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পুস্পমাল্য অর্পন

By মেহেরপুর নিউজ

February 21, 2021

গাংনী প্রতিনিধি :

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মেহেরপুরের গাংনী উপজেলা শহীদ মিনার বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এছাড়াও মুক্তিযােদ্ধাদের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেনের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করেন।

গাংনী থানা পুলিশের পক্ষ থেকে ওসি বজলুর রহমান,এসময় উপস্থিত ছিলেন তদন্ত ওসি সাজেদুল ইসলাম। গাংনী পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র আহম্মেদ আলী,উপজেলা যুবলীগের পক্ষ থেকে সভাপতি মােশাররফ হােসেন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।