বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী থানাপাড়া ফুটবল একাদশের জয়, জুবায়ের ‘ম্যান অব দ্য ম্যাচ’

By Meherpur News

July 06, 2025

মেহেরপুর নিউজ 

মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা ফুটবল একাদশের উদ্যোগে যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুগিন্দা ফুটবল টুর্নামেন্টে গাংনী থানাপাড়া ফুটবল একাদশ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার পথে এগিয়ে গেল।

রবিবার অনুষ্ঠিত খেলায় গাংনী থানাপাড়া ফুটবল একাদশ ২-০ গোলে ইছাখালী ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জুবায়ের ও রাব্বি একটি করে গোল করেন।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গাংনী থানাপাড়ার জুবায়েরকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবক সাবদার আলী।

স্থানীয় দর্শকদের উপস্থিতিতে খেলাটি জমজমাটভাবে অনুষ্ঠিত হয় এবং টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।