বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী থানার উদ্যােগে গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

By মেহেরপুর নিউজ

April 10, 2022

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার একটি গৃহহীন পরিবারকে গৃহ (ঘর) হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী-শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রবিবার সকালে সারাদেশে ৫শ,১৯ টি থানার অধীনস্থ ৫শ ২০টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর করেন।

তারই অংশ হিসাবে গাংনী থানার অধীনস্থ একটি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের শানঘাট গ্রামের সলিম উদ্দীনের স্ত্রী সখিনা খাতুনকে দৃষ্টিনন্দন (গৃহ) ঘর বুঝে দেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দীসহ অন্যান্য পুলিশ সদস্যরা।