অন্যান্য

গাংনী থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

By মেহেরপুর নিউজ

October 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মঠমুড়া গ্রামের পিজির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ বাড়ির মালিককে আটক করে পুলিশ।  শুক্রবার রাত ৯টার দিকে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের টু আই সি এ এস আই মাজেদ এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মাজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে নওদা মঠমুড়া গ্রামের সাইফুলর বাড়িতে অভিযা চালানো হয়। এ সময়তো বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে  অভিযানিক দলটি। পরে ফেন্সিডিলসহ সাইফুল ইসলামকে আটক করে গাংনী থানায় নিয়ে আসা হয়।