বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

By মেহেরপুর নিউজ

September 27, 2016

মেহেরপুর নিউজ,২৭ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী পাইলট স্কুল এন্ড কলেজকে জাতীয় করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার আরিফুজ্জামানের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফজাল হোসেন। এসময় সহকারী প্রধান শিক্ষক-১ আশরাফুল আলম, সহকারী প্রধান শিক্ষক-২ আশরাফুল ইসলাম, কলেজ শাখার সহকারী অধ্যাপক সামসুল হায়দার, প্রভাষক শফি কামাল পলাশ, শাহিন আহমেদ, ভোকেশনাল শাখার সহকারী প্রশিক্ষক আবু হোসেনসহ শিক্ষক কর্মচারী বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করবেন বলে জানিয়েছেন। স্মারকলিপিতে বলা আছে, গাংনী উপজেলার একমাত্র পুরাতন ঐতিহ্যবাহি মডেল সহশিক্ষা প্রতিষ্ঠান গাংনী পাইলট স্কুল এন্ড কলেজটি জাতীয় করণের দাবীতে দীর্ঘদিন যাবৎ শিক্ষক কর্মচারীবৃন্দ দাবী জানিয়ে আসছে। এ উপজেলা বাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি দেবেন এ প্রত্যাশা আমাদের।