বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভার প্যানেল মেয়র সহ ৪ জন কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

January 11, 2017

মেহেরপুর নিউজ,১১ জানুয়ারি:

পাওনা টাকা আদায় কে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম সহ ৪ জন কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোপালনগর-মড়কা সড়কের চারচারা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন গাংনী বাজার পাড়ার মুন্নাফ আলীর ছেলে খোকন মিয়া (৪০),ইউনুছ আলী (৩৬) ও তাদের ছোট ভাই আব্দুল্লাহ (৩০)। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোপালনগর গ্রামের জনৈক্য স্বপন নামের এক ব্যক্তি কে গ্রেফতার করেছে পুলিশ। পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিল সাহিদুল ইসলাম সহ আহতদের বাড়ি গাংনী বাজার পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাংনী বাজার পাড়ার মুন্নাফ আলীর ছেলে আব্দুল্লাহ বুধবার সন্ধ্যায় গোপালনগর গ্রামের মাছ ব্যবসায়ী মিনহাজুলের কাছে টাকা আদায়ে যায়। সেখানে দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এ খবর পেয়ে আব্দুল্লাহর ভাই খোকন,ইউনুছ আলী ও প্যানেল মেয়র সাহিদুল ইসলাম সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে ছুটে যান। এসময় উভয় পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হলে মিনহাজুলের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত আব্দুল্লাহ জানান,গোপালনগর গ্রামের জনৈক্য আরেফিন আলী কে বিদেশে যাওয়ার জন্য ৫ লক্ষ টাকা দিতে গিয়েছিলাম। তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে গোপালনগর গ্রামের পচা মিয়ার ছেলে মিনহাজুলের সাথে দেখা হওয়ায় তার কাছে পূর্বের পাওনা ৬ হাজার টাকা দাবি করি। পাওনা টাকা না দিয়ে আমার উপর চড়াও হয়ে মারধর করে। এ খবর পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম সহ ভাইদের জানালে দ্রত সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌছালে বাকবিতন্ডার এক পর্যায় মিনহাজুল সহ তার সহযোগীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত আব্দুল্লাহ আরো জানান,তার কাছে থাকা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ও পৌর মেয়র আশরাফুল ইসলাম হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন এবং আইনী সহায়তার আশ্বাস দেন। অভিযুক্ত মিনহাজের বক্তব্য জানার জন্য একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নী। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, কি কারনে টাকা লেনদেন হয়েছে এবং হামলার পিছনে অন্য কোন রহস্য আছে কি না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।