টপ নিউজ

গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবলু

By মেহেরপুর নিউজ

December 18, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাংনী পৌর নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষনা করা হয়েছে।

গাংনী পৌর সভা নির্বাচনে বিএনপি থেকে গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে মনোনয়ন দেয়া হয়েছে।

শুক্রবার রাতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সদস্য সচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন পত্র  জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন ও আসাদুজ্জামান বাবলুর হাতে তুলে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী পৌর সভার সাবেক কাউন্সিলর ইনসারুল ইসলাম ইন্সু মনোনয়ন পত্র জমা দিয়েছিল।

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়ে আসাদুজ্জামান বাবলু তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, আমি দলীয় মনোনয়ন পেলেও উপজেলার সকল শ্রেনি পেশার সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনে একসাথে কাজ করবো। সকল দ্বিধা-দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে বিএনপির পতাকাতলে এসে বিএনপির প্রার্থীকে জয়লাভ করানোর জন্য আহবান জানাছেন।

তিনি নিজেকে একজন সৎ নির্ভীক এবং সক্রিয় রাজনীতিবিদ হিসাবে নিরপেক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনারকে আহবান জানান।