রাজনীতি

গাংনী পৌরসভা নির্বাচনে সকল প্রস্তুুতি সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকালে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মাধ্যমে নিরাপত্তা সহকারে ব্যালট পেপার, ব্যালট বক্স, অমোচনীয় কালি সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি কেন্দ্রে ৫৮টি বুথে ভোট গ্রহনের লক্ষ্যে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১৬ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৫শ’ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৫২ ও মহিলা ৯ হাজার ৫জন। কেন্দ্র প্রতি ভোটার সংখ্যার মধ্যে: বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১হাজার ৯৫৫, শিশিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২হাজার ৬, চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৪৪০, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৫৬, পশ্চিম মালসাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ হাজার ৭৯৫, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ হাজার ৬৪২, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ হাজার ৫৯, থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ হাজার ৮০৬ ও মহিলা ডিগ্রী কলেজ ভোট কেন্দ্রে ১ হাজার ৭৯৮ জন। রিটার্নিং অফিসার রোকনুজ্জামান বলেন, স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের সামগ্রী পাঠানো হয়েছে।