বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌরসভা পরিদর্শনে মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ

By Meherpur News

July 24, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ গাংনী পৌরসভা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি পৌরসভা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নাগরিক সেবার মান উন্নয়নে পৌর প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং খাদিজা আক্তার, সহকারী প্রকৌশলী রাজু আহমেদ, আমিনুল কবীর, শামীম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।