রাজনীতি

গাংনী পৌর আওয়ামীলীগের সম্মেলন। বাবলু সভাপতি,বাবু সম্পাদক

By মেহেরপুর নিউজ

November 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ নভেম্বর:

মেহেরপুরের গাংনী পৌর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪ টার দিকে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু। পরে ভোটের মাধ্যমে সানোয়ার হোসেন বাবলু পুনরায় সভাপতি ও আনারুল ইসলাম বাবু সাধারন সম্পাদক নির্বাচিত হন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। সম্মেলন উদ্বোধন করেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিদুজ্জামান খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা।  এসময় কৃষকলীগ নেতা ফজলুল হক,যবলীগ নেতা আশরাফুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মিন্টু, শহিদুল ইসলাম বিশ্বাস সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত

ছিলেন।