বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর এলাকার ৬ টি ঝুকিপূর্ন ভবন চিন্থিত

By মেহেরপুর নিউজ

May 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মে: মেহেরপুরের গাংনী পৌর এলাকার সরকারি অফিস সহ ৬ টি ভবনকে ঝুকিপূর্ণ হিসেবে তালিকাভূক্ত করেছে ঝুকিপূর্ণ চিন্থিতকরণ কমিটি।

গাংনী পৌর এলাকায় ঝুকিপূর্ণ ভবন চিন্থিত করার লক্ষে গাংনী পৌরসভার উদ্যোগে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন,সহকারী প্রকৌশলী আলী আহমেদ ,জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান এবং হুমায়ন কবির। কমিটির সদস্য সহকারী প্রকৌশলী আলী আহমেদ জানান,ঝুকিপূর্ন ভবন গুলোর মধ্যে রয়েছে, মহিলা কলেজ পাড়ার ছাদের আলীর ৪র্থ তলা বাসভবন,গাংনী বাজারের অবস্থিত বড় মসজিদ,উত্তর পাড়ার সাবেক এমপি মকবুল হোসেনের ভাড়াকৃত বাসভবন,হাফিজিয়া মাদ্রাসার ভবন,উপজেলা পরিসদ চত্ত্বরের সরকারী অফিস । কমিটির অপর দু’সদস্য জানান, গাংনী হাসপাতালের কয়েকটি ভবনও ঝুকিপূর্ন ।

পৌর মেয়র আহমেদ আলী বলেন,সরকারের নির্দেশে গাংনী পৌর এলাকায় ঝুকিপূর্ন ভবন চিন্থিতকরণ করার কার্যক্রম চলছে।