মেহেরপুর নিউজ :
আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ১জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইকালে মেয়র প্রার্থী আনসারুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গাংনী পৌরসভা নির্বাচনের মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিল।
বর্তমানে গাংনী পৌরসভা নির্বাচনে গাংনীর বর্তমান মেয়র আশরাফুল ইসলাম (স্বতন্ত্র),আহমেদ আলী,(আওয়ামী লীগ), আসাদুজ্জামান বাবলু (বিএনপি), আনারুল ইসলাম, ( স্বতন্ত্র) এবংআবু হুরায়রা (ইসলামি আন্দোলন) এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ এবং অবৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে ৫জন প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র প্রার্থীদের প্রার্থিতা যাচাই কালে বর্তমান মেয়র আশরাফুল ইসলামের একটি মামলা সংক্রান্ত বিষয় যাচাই করার স্বার্থে দুপুরের দিকে আশরাফুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। আশরাফুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণার পরপরই মেয়র আশরাফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন।