বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

April 09, 2019

মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল: মেহেরপুরের গাংনী পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীনকে অবৈধভাবে অব্যাহতি দেয়ায় পৌর মেয়র আশরাফুল ইসলামের বিরুদদ্ধে সংবাদ সম্মেলন করেছে কাউন্সিলররা। সোমবার দুপুরে গাংনী পৌরসভার কাউন্সিলর হলরুমে পৌর মেয়রের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। এতে বক্তব্য দেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দীন, বদরুল আলম বুদু, মিজানুর রহমান, আসালউদ্দীন, বাবলু । সংবাদ সম্মেলনে ফিরোজা খাতুন,পারভিনা খাতুন ও মলিদা খাতুন উপস্থিত ছিলেন। ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দীন বলেন,মেয়র আশরাফুল ইসলাম স্বেচ্ছাচারিতার পন্থা অবলম্বন করে অনিয়মতান্ত্রিকভাবে এবং কোন সভা বা রেজুলেশন না করে নতুন প্যানেল মেয়র গঠন করেছে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি করে মেয়র বর্তমানে দেউলিয়া হয়ে গেছে। বিভিন্ন ব্যাংকে ঋন খেলাপী, ব্যক্তি ঋণ, বাজারের ১৩ টি দোকান ঘর বরাদ্দ দেয়ার জন্য রশিদ ছাড়াই লক্ষ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ, পৌরসভায় চাকরি দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া, পৌরসভার কার্যক্রমে অর্থের ঘাপলা সহ নানা কারণে মেয়র এখন দেউলিয়া হয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। গাংনী বাজারে চলতি অর্থবছরে ৫৪ লাখ টাকায় হাট-হাজার ইজারা হলেও কৌশলে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় প্রকৌশলী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ইজারা বাবদ অর্ধেক টাকা দেখিয়ে বাকী টাকা ভাগ বাটোয়ারা করছে। নবীর উদ্দীন আরও জানান, প্যানেল মেয়র বাতিল ও প্যানেল মেয়র গঠন অবৈধ। এ বিষয়ে কথা বলতে চাইলে ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী শামিম রেজা বলেন, আমি নির্বাহী প্রধান অর্থাৎ মেয়রের অনুমতি ছাড়া কোন কথা বা তথ্য দিতে পারবো না। গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম বলেন, গত ২০ ফেব্রুয়ারী মাসিক সভায় নতুন প্যানেল মেয়র গঠন করা হয়েছে । সাবেক প্যানেল মেয়র ১ মোহাম্মদ নবীর উদ্দীনের অযোগ্যতা অদক্ষতা ও মেয়রের অনুপস্থিতিতে চলমান উন্নয়ন সম্পন্ন না করা সহ বিভিন্ন কারণে মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি দিয়ে ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মলিদা খাতুনকে প্যানেল মেয়র-১ দায়িত্ব দেয়া হয়। যার রেজুলেশন রয়েছে। প্যানেল মেয়র ২ সাহিদুল ইসলাম ও প্যানেল মেয়র ৩ পারভিনা খাতুনকে দায়িত্ব দেয়া হয়। প্যানেল মেয়র গঠনের কাগজপত্র ইতো মধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে দেয়া হয়েছে। নিয়োগ বানিজ্য যদি হয়েই থাকে তাহলে সেই সময়ের ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন তিনিই করেছেন। এছাড়া নিয়োগের সময় আমি সাময়িক বরখাস্ত ছিলাম তাই এ বিষয়ে কিছু জানিনা। এছাড়া হাটের মধ্যে যে মার্কেট নির্মান হচ্ছে সেই কমিটির প্রধান নবীর উদ্দীন এছাড়া সকল কাউন্সিলর সদস্য। বিধি মেনেই সরকারী কাজ সম্পন্ন করা হচ্ছে। আমি ঋন খেলাপী নয়। ব্যাংক লোনের বিষয়টা আমার ব্যাক্তিগত।