অন্যান্য

গাংনী পৌর মেয়র আহমেদ আলী অপসারণ

By মেহেরপুর নিউজ

May 29, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে: মেহেরপুর গাংনী পৌরসভার মেয়র আহমদ আলীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর -২ শাখার সিনিয়র সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত এ ফ্যাক্স বার্তায় তাকে অপসারণের আদেশ দেয়া হয়। যার স্মারক নং-৪৬.০৬৪.০৩২.৩৭.০২.২৬৮.২০১১/৫৬৮। আদেশে বলা হয়েছে, আহমদে আলী অসৎ উদ্যোশ্যে চরিতার্থ করার জন্য ১৮টি প্রকল্পের সংশোধীত প্রাক্কলন প্রস্তুত করে এবং বিধি বহিভূতভাবে ঠিকাদার নিয়োগ ১৬ টি কাজের বিল বাবদ ৩৩ লাখ ৯৯ হাজার ১’শ ১৭ টাকা অতিরিক্ত পরিশোধ করেন। এছাড়াও মাটির কাজ বাবদ প্রি ওয়ার্ক ও পোষ্ট ওয়ার্ক মাপ গ্রহন  ব্যাতিরেকে মাটির কাজের পরিমান নির্ণয় ছাড়াই ঠিকাদারকে ২৬ লাখ ২৪ হাজার ৭৯৮ টাকা বিল পরিশোধ করে পরস্পর যোগ সাজশে আত্মসাৎ করেন। ২০১১-১২ অর্থ বছরে এডিপি’র অর্থে বাস্তবায়িত ৪৬টি প্রকল্পের তদন্ত কমিটি কতৃক গ্রহিত পরিমাপের ভিত্তিতে বিনা কাজে ৪৯ লাখ ২৫ হাজার ৬২৬ টাকা অতিরিক্ত পরিশোধ করেন। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারী অর্থ আত্মসাৎ এবং পিপিআর ২০০৮ এর নিয়মকানুন লঙ্ঘন করায় তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলে তিনি সম্মান জনক উত্তর দিতে ব্যার্থ হন। যে কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২(১)(ঘ) বিধান মতে তাকে পৌর মেয়রের পদ থেকে অপসারণ করা হয়।