বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী বাজার মনিটরিংয়ে প্রশাসন

By মেহেরপুর নিউজ

April 15, 2023

 গাংনী প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী বাজার মনিটরিং করা হয়। শনিবার গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। এসময় বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রশীদ সংরক্ষণ ও প্রদর্শন করতে না পারায় এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্যে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।