বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী বামন্দী থেকে বোমা মেকার মোহন কে আটক করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

June 27, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুন:

চাঁদার দাবী পূরন না করায় দারিদ্র বিমোচন বামুন্দী শাখা অফিসে বোমা হামলা চালানোর অভিযোগে বোমা তৈরী কারিগর ওরফে মেকার মোহন কে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

র‌্যাব বলছে,আটক মোহন এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার কাজ ছিলো বোমা তৈরী করে বিভিন্ন গ্যাং গ্রুপের কাছে সরবরাহ করা। কারন সে পেশাদার বোমা তৈরীর কারিগর। তার বিরুদ্ধে র‌্যাব ও পুলিশের কাছেএকাধিক অভিযোগ রয়েছে। শনিবার রাতে বামন্দীর এক অফিসকে লক্ষ্য করে চালানো বোমা হামলার সাথে সে পুরোপুরি জড়িত।

আজ ২৭ জুন রোববার বেলা ১১ দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামুন্দী গ্রামে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা বামুন্দী থেকে একাধিক মামলার আসামী গাংনীর নিশিপুরের দাউদের ছেলে মোহন কে আটক করে র‌্যাব ক্যাম্পে নিয়ে আসে।

উল্লেখ্য,শনিবার দিবাগত রাতে দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালকের কাছে চাঁদা দাবী করে না পেয়ে বামুন্দী শাখা অফিসে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় মোহন কে।