বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

By মেহেরপুর নিউজ

September 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া (কুটি) মাধ্যমিক বিদ্যালয়ের সাময়ীক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মর্শির রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত তাকে আটক করে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে মশিউর রহমান মেহেরপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলায় জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মোঃ হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। মামলার একই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়ারুল ইসলামের দায়ের করা মামলার এজাহারে জানানো হয় ২০১৩ সালের ২৭ এপ্রিল থেকে ২০১৫ সালের ২৭ নভেম্বর পর্যন্ত ভাটপাড়া (কুটি) মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন্ ঐসময় কালে তিনি বিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো দেকভাল করতেন। তার কর্মকালীন সময় তিনি লক্ষ লক্ষ টাকা আত্বসাত করেন। ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষক গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেন। উপজেলা নির্বাহী শিক্ষা অফিসার দুর্নীতির বিষয়ে তদন্ত করেন। প্রথামিক তদন্তে ২ লক্ষ ৮৫ হাজার ৬শ ৭ টাকার আত্বসাতের প্রাথমিক ভাবে প্রমানিত হয় বলে তদন্তে উল্লেখ্য করা হয়। এছাড়া ও আরো তদন্তেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয় বলে মামলার আরজিতে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার ঐ মামলার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেওয়া হলে পুলিশ তাকে কারাগারে পাঠিয়ে দেয়।