বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী ভোমরদহ গ্রামে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প প্রবাহ প্লান্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 22, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মার্চ: বিএ টিবি মেহেরপুরের উদ্যোগে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে মঙ্গলবার মেহেরপুরে গাংনী উপজেলার ভোমরদহ গ্রামে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প প্রবাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাহের উদ্বোধন করেন। বিএটিবি’র আঞ্চলিক ব্যবস্থাপক মামনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএটিবি’র বিভাগীয় ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী  মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক রেজাউল করিম। আর্সেনিক আক্রান্ত ভোমরদহ গ্রামের বিশুদ্ধ পানির ব্যবস্থা করায় প্রতিদিন ২শ’ পরিবার উপকৃত হবে।