গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী রিপাের্টার্স ক্লাবের উদ্যােগে আলােচনা সভা ও ইফতার এবং দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে এর আয়োজন করা হয়।
রিপাের্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হােসেনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য শ্রেণীপেশার মানুষ।