বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের ছাত্রী দুলালীর মেধা তালিকায় স্থান

By মেহেরপুর নিউজ

June 05, 2023

 গাংনী প্রতিনিধি :

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বোর্ডের মেধা তালিকায় স্থান পেয়েছেন মেহেরপুরের গাংনী সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের ছাত্রী দুলালী খাতুন। কৃতিত্ব অর্জন করায় তাকে নিজ কলেজ ও বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানানাে হয়েছে। গাংনী সায়েন্স এন্ড টেকনোলজি কলেজের পরিচালক জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস,মেহেরপুর জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান,গাংনী পৌরসভার কাউন্সিলর রাশেদুল ইসলাম খােকন কৃতি শিক্ষার্থী দুলালী খাতুনকে অভিননন্দন জানান।