জাতীয় ও আন্তর্জাতিক

গাজীপুরে শামীম স্পিনিং মিলে অগ্নিকান্ড

By মেহেরপুর নিউজ

October 02, 2016

ডেস্ক রিপোর্ট, ০২ অক্টোবরঃ

গাজীপুরে যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলে আজ এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডিডি মো. আক্তারুজ্জামান বাসসকে জানান, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলের রিসাইক্লিং প্ল্যান্টে আগুন লাগে এবং তা ফিনিশিং, উইভিং সেকশনসহ কারখানার গুদামে ছড়িয়ে পড়ে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর, জয়দেবপুর, শ্রীপুর, টঙ্গী, ধামরাই ও সাভার ইপিজেডের ১৪টি ইউনিট কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারখানার কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাতের ডিউটিতে একজন অফিসারসহ ১৩ জন কর্মী কাজ করছিলেন। আগুন লাগার পর পরই তারা সকলেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান, শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহমেদ, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া, স্থানীয় কাউন্সিলর আহাদ আলী ও শাহনাজ আক্তার সাহেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।