করোনাভাইরাস

গাড়াডোব ওই ব্যক্তি করোনায় আক্রন্ত নন, বাড়ির লকডাউন প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

April 03, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হয়ে গাংনী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া সেই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস এর কোনো জীবাণু পাওয়া যায়নি।

ঢাকা আইইডিসিআর সোয়াব ( নাক ও গলার কফ) পরীক্ষা শেষে করনা ভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের জনৈক ব্যক্তি চিকিৎসা নিতে কয়েক জায়গায় ব্যর্থ হওয়ার পর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

পরে গত বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি নির্দেশে জেলা প্রশাসনের একটি গাড়ি যোগে তার নমুনা ঢাকায় পাঠানো হয়।

শুক্রবার দুপুর নাগাদ পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাসের কোন জীবাণু পাওয়া যায়নি বলে জানানো হয়। এদিকে ওই ব্যক্তি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরপরই গাড়াডোব গ্রামের ওই ব্যক্তির বাড়ি সহ আশেপাশের ১০টি বাড়িতে লকডাউন করা হয়েছিল। রিপোর্ট আসার পরপরই ওই লকডাউন প্রত্যাহার করা হয়েছে।